১৬ থেকে ২৩ এপ্রিল বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) সিপিসি কমিটির উপ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-সভাপতি জিয়া ওয়েন জিয়ানের নেতৃত্বে বিএফএসইউ নেতাবৃন্দ চেক প্রজাতন্ত্র ও ইতালি সফর করেন। তাঁরা চেক প্রজাতন্ত্রের প্যালাস্কি বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের সমবায় নির্মাণ চুক্তি স্বাক্ষর করেন এবং মোরাভিয়ান বিজনেস কলেজে দুই পক্ষের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা ইতালির রোম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং রোমের ন্যাশনাল স্কুল অফ রেসিডেন্সের কনফুসিয়াস ক্লাস সফর করেন, আন্তর্জাতিক চীনা দিবসের অনুষ্ঠানে অংশ করেন এবং গ্রষ্মকালীন শিবিরের জন্য ইতালিয় শিক্ষার্থীদের চীনে আসা বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা নেপলস ওরিয়েন্টাল ইউনিভার্সিটি সফর করে দুই পক্ষের বিদ্যমান প্রকল্প বাস্তবায়ন করেন এবং নতুন সহযোগিতা প্রসারিত করেন। নেতাবৃন্দ চেক প্রজাতন্ত্রে নিযুক্ত চীনের দূতাবাস ও ইতালিতে নিযুক্ত চীনের দূতাবাস পরিদর্শন করেন এবং দূতাবাসের কর্মীদের সঙ্গে আলোচানা করেন। ইতালিতে বিএফএসইউর কিছু এলামনাই ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন।