প্রচ্ছেদ > সংবাদ > Content

যুক্তরাষ্ট্রের স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং প্রভোস্ট কার্ল লেজুয়েজ বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন

Updated: 2024-03-29

১৫ মার্চ, যুক্তরাষ্ট্রের স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং প্রভোস্ট কার্ল লেজুয়েজ দল নিয়ে বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের চীনের কমিউনিস্ট পার্টি কমিটির সেক্রেটারি ওয়াং তিংহুয়া, বিশ্ববিদ্যালয়ের চীনের কমিউনিস্ট পার্টি কমিটির ডেপুটি সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্ট চিয়া ওয়েনচিয়ান তাঁদের সঙ্গে আলোচনা করেছেন।

দুপক্ষ  শিক্ষায় সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, শিক্ষাদান এবং বৈজ্ঞানিক গবেষণা-সহ বিভিন্ন ক্ষেত্রে গভীর সহযোগিতা করার জন্য আলোচনা করেছে।