প্রচ্ছেদ > সংবাদ > Content

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির স্ত্রীর বিএফএসইউ সফর

Updated: 2023-10-23

১৭ অক্টবর শ্রীলঙ্কা প্রজাতান্ত্রিক সমাজবাদী জনরাজ্যের রাষ্ট্রপতির স্ত্রী অধ্যাপিকা মৈত্রী বিক্রমাসিংহের বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) সফর হয়। তিনি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছিলেন এবং বিএফএশইউ-র ৩০০ জনেরও বেশি দেশি-বিদেশি শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে আদান-প্রদান করেছিলেন। বিএফএসইউ-র সিপিসি কমিটির সভাপতি ওয়াং তিংহুয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তৃতা করেছিলেন।