প্রচ্ছেদ > সংবাদ > Content

বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত

Updated: 2021-07-30

২ জুলাই বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের ২০২১ ব্যাচের স্নাতক ও পিএইচডি শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান প্রতিষ্ঠানের জিমনেশিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে।

২০২১ ব্যাচে ৬১জন ছাত্র পিএইচডি অর্জন করেছে। ১০৬৪জন শিক্ষার্থী মাস্টার্স ডিগ্রি লাভ করেছে এবং ২১৯৭জন ছাত্রকে বিএ ডিগ্রি দেওয়া হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানের দিন,আরবি ভবনে এবং ইফু ভবনে ৭টি ডিগ্রি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সভাপতি ওয়াং তিং হুয়া এবং বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়াং তান শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।