১৮ জুলাই বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) এবং ইন্টারন্যাশনাল কনফুসিয়াস অ্যাসোসিয়েশন যৌথ আয়োজনে “আন্তর্জাতিক কনফুসিয়ানিজম এবং চীনা সংস্কৃতি শিক্ষক প্রশিক্ষা ক্লাস-২০২২” উদ্বোধন করা হয়েছে। ইন্টারন্যাশনাল কনফুসিয়াস অ্যাসোসিয়েশনের উপ-প্রধান জ্যাং স্যুয়ে জ্যি, সিপিসি স্থায়ী কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট জ্যাও কাং, বিএফএসইউ চীনা সংস্কৃতির আন্তর্জাতিক যোগাযোগ একাডেমির প্রধান বিদেশী বিশেষজ্ঞ, সংস্কৃতি ইন্টারন্যাশনাল কনফুসিয়াস অ্যাসোসিয়েশনের উপ-প্রধান এবং বিশ্ববিখ্যাত চীনা ও পাশ্চাত্যের তুলনামূলক দার্শনিক রজার এমসসহ বিশেষজ্ঞবৃন্দ এবং এই প্রশিক্ষণ ক্লাসের শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনলাইনে ইংরেজি ও চীনা ভাষায় পরিচালিত এই প্রশিক্ষণ ক্লাস ১৩ দিন চলবে। মরক্কো, পাকিস্তান, সুইজারল্যান্ড, চীন, মিশর, ভারত, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, উরুগুয়ে, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, রাশিয়া, আর্জেন্টিনা, আজারবাইজান, ভেনিজুয়েলা, মার্কিন যুক্তরাষ্ট্র, লিথুয়ানিয়া, ইরান, আলবেনিয়া, কাজাখস্তান, ইকুয়েডর, পেরু, ব্রাজিল এবং তুরস্কসহ ২৪টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।