প্রচ্ছেদ > সংবাদ > Content

বিএফএসইউ-র ৩৪টি পত্রিকা সিএএসএসইএস-র এএমআই মূল্যায়ন তালিকায় অন্তর্ভুক্ত

Updated: 2023-02-01

১২ জানুয়ারি চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস ইভালুয়েশন স্টাডিজ (সিএএসএসইএস) “চাইনিজ জার্নাল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের এএমআই ব্যাপক মূল্যায়ন প্রতিবেদন-২০২২” জারি করে। এতে ২০২২ সালের জার্নাল মূল্যায়নের ফলাফল প্রকাশিত হয়। বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটি-র (বিএফএসইউ) ৩৪টি পত্রিকা এই তালিকায় অন্তর্ভুক্ত। এর মধ্যে একটি কর্তৃত্বপূর্ণ জার্নাল, ৫টি মূল জার্নাল, ৩টি প্রসারিত জার্নাল এবং ২৫টি সূচিবদ্ধ জার্নাল আছে।

সিএএসএসইএস দ্বারা সংগঠিত চাইনিজ জার্নাল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মূল্যায়ন প্রতিবেদন ২০১৪ সাল থেকে প্রতি চার বছর পর পর প্রকাশিত হয়। এএমআই ব্যাপক মূল্যায়ন প্রতিবেদন বর্তমানে চীনের মূল একাডেমিক জার্নাল তালিকার অন্যতম একটি। প্রতিবেদনটি প্রভাব অর্জন করেছে এবং বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানগুলি দ্বারা ক্রমবর্ধমান মূল্যবান এবং গৃহীত হচ্ছে।