প্রচ্ছেদ > সংবাদ > Content

শ্রীলঙ্কার পরিবহন ও মহাসড়ক মন্ত্রী, মিডিয়া মন্ত্রী এবং মন্ত্রিসভার মুখপাত্র বান্দুরা গুনাভারত্না বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেছেন

Updated: 2023-10-09

২৭ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার পরিবহন ও মহাসড়ক মন্ত্রী, মিডিয়া মন্ত্রী এবং মন্ত্রিসভার মুখপাত্র বান্দুরা গুনাভারত্না বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেছেন। বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সহ-সচিব ও প্রধান শিক্ষক ইয়াং তান এবং বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সহ-সচিব ও উপযার্চ চিয়া ওয়েনচিয়ান বান্দুরা ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। উভয় পক্ষ সিংহল ভাষা জানার প্রতিভা প্রশিক্ষণ, ছাত্রছাত্রীদের বিদেশী অনুশীলন এবং ছাত্রছাত্রীদের বিনিময়ে যোগাযোগ জোরদার করা এবং সহযোগিতা গভীর করার বিষয়ে মতামত বিনিময় করেছেন।