৩১ জুলাই, লাটভিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইন্দ্রিকিস মুইজনেক্স বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি-র (বিএফএসইউ) সফর। বিএফএসইউ সিপিসি পার্টির কমিটির সভাপতি ওয়াং তিংহুয়া তাঁর সঙ্গে দেখা হয়েছে। দু পক্ষ ভাষা শিক্ষা, আঞ্চলিক অধ্যয়ন, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ প্রকাশনা ও একাডেমিক সম্মেলনসহ বিভিন্ন বিষয় নিয়ে আদান প্রদান করেছে।