প্রচ্ছেদ > সংবাদ > Content

বিএফএসইউ ও টিডিইউ-র সহযোগিতা স্মারক স্বাক্ষরিত যা তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের চীন সফরের অর্নজনের তালিকায় অন্তর্ভুক্ত

Updated: 2023-01-12

২০২৩ সালের ৫-৬ জানুয়ারি তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সেরদার বেরদিমুহামেদভ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর আমন্ত্রণে চীন সফর করে। বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটি (বিএফএসইউ) ও ম্যাগটিমগুলির নামে তুর্কমেন স্টেট ইউনুভার্সিটি (টিডিইউ)-র সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যা তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের চীন সফরের অর্জনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

৬ জানুয়ারি বিএফএসইউ-র সভাপতি ও ইউনিভার্সিটির পার্টির উপসভাপতি ইয়াং তান টিডিইউ-র সভাপতির সঙ্গে দুটো বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা স্মারক স্বারক্ষর করেছিলেন। দিনটি হলো চীন-তুর্কমেনিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩১তম বার্ষিকী। এইবার হলো প্রেসিডেন্ট বেরদিমুহামেদভ ২০২২ সালের মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর প্রথম চীন সফর করেন।

বিএফএসইউ বর্তমানে হলো চীনের একমাত্র বিশ্ববিদ্যালয় যা তুর্কমেন ভাষায় কোর্স চালু হয়। ২০১৮ সালের সেপটেম্বর মাসে বিএফএসইউ প্রথম ব্যাচের রাশিয়ান যৌগ তুর্কমেন ভাষা প্রধানের শিক্ষার্থীদের নিয়োগ করেছে। ২০২২ সালের জুন মাসে এই ব্যাচটির স্নাতক চীন-তুর্কমেনিস্তানের কূটনীতি, অর্থনীতি ও বাণিজ্য এবং সংস্কৃতির বিষয়ে সেব করতে শুরু করেছে। ২০২২ সালের জুলাই মাসে বিএফএসইউর চৌতুর্থ অসর্বজনীন ভাষা শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামের প্রথম ব্যাচের তুর্কমেন ভাষার স্নাতকোত্তর নির্বাচিত হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তুর্কমেনিস্তানে ডিগ্রির জন্য পড়াশোনার পরিকল্পনা আছে।