২৪ ফেব্রুয়ারি বেইজিং বই বেলা চীন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র, বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনা ভাষা-লাওস ভাষা ক্লাসিকের বই অনুবাদ প্রকল্পের প্রথম ব্যাচের বই প্রকাশিত হয়।
লাওস ভাষা বিভাগ, স্কুল অফ এশিয়ান স্টাডিজ, বেইজিং ফোরেন স্টাডিজ ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ অধ্যাপক লু ইউন লিয়ান, সহযোগী অধ্যাপক লি সিয়াও ইউয়ান এবং লু হুয়ে লিং বইগুলো অনুবাদ করেছেন। বইগুলো হলো ‘চেয়ারম্যান কায়সোন ফোমভিহানের জীবন ও বিপ্লব’, ‘দুই বোন’, ও ‘রাজা খুন বোরোমের কাহিনী’।