প্রচ্ছেদ > সংবাদ > Content

বিএফএসইউতে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ম্যাট্রিকুলেশন অনুষ্ঠানের আয়োজন

Updated: 2021-09-13

,৪০০ নতুন শিক্ষার্থীকে স্বাগত জানার জন্য ৭ সেপ্টেম্বর মাসে একটি ম্যাট্রিকুলেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিতে বিএফএসইউতে)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উ হংবো, তিনি জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল, চীনের ইউরোপীয় বিষয়ক বিশেষ প্রতিনিধি, স্কুল অফ ইংরেজি এবং আন্তর্জাতিক স্টাডিজের ১৯৭৩ ব্যাচের একজন এলুমিনুস।পাশাপাশি ছিলেন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ববৃন্দ, কলেজ এবং বিভাগের প্রধান এবং শিক্ষকের প্রতিনিধিরা।

ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ইয়াং ড্যান নবীনদের উষ্ণ স্বাগত ও অভিনন্দন জানান, আর "ভাষা এবং ভাষার বাইরেও বিশ্বব্যাপী উন্নয়নে অবদানকারী" শিরোনামে একটি বক্তৃতা দেন।