প্রচ্ছেদ > সংবাদ > Content

২০২২ শীতকালীন অলিম্পিক এবং শীতকালীন প্যারালিম্পিক স্বেচ্ছাসেবক প্রস্থান অনুষ্ঠান বিএফএসইউ-তে আয়োজিত

Updated: 2022-01-28

      ১৮ জানুয়ারি বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক এবং শীতকালীন প্যারালিম্পিক স্বেচ্ছাসেবক প্রস্থান অনুষ্ঠান যথা বহুভাষিক কল সেন্টার ম্যাচটাইম সার্ভিস লঞ্চিং অনুষ্ঠান বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটি-তে (বিএফএসইউ) অনুষ্ঠিত হয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিক কমিটির যোগাযোগ বিভাগের উপপ্রধান ওয়ান স্যুএ জুন, বিএফএসইউ-র সিপিসি কমিটির সভাপতি ওয়াং তিং হুয়া, সিপিসি কমিটির উপসভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়াং তান, সিপিসি কমিটির উপসভাপতি সু তা ভেং, সিপিসি স্থায়ী কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপসভাপতি তিং হাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



       বিএফএসইউ-র ৯০০ জনেরও বেশি পেশাদার স্বেচ্ছাসেবক চলতি শীতকালীন অলিম্পিক এবং প্যারালিম্পিকের জন্য সেবা করবে। ওয়াং তিং হুয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিএফএসইউ শীতকালীন অলিম্পিক স্বেচ্ছাসেবক কর্পসকে পতাকা প্রদান করেছিলেন। বিএফএসইউ শীতকালীন স্বেচ্ছাসেবকের কাজ শুরু করছে বলে এতে প্রতিফলিত হয়েছে।

      বেইজিং বহুভাষিক কল সেন্টার আসন্ন শীতকালীন অলিল্পিকের জন্য ২১টি ভাষার অনুবাদমূলক সেবা প্রদান করবে। ইয়াং তান, ওয়ান স্যুএ জুন এবং শিক্ষক-শিক্ষার্থী স্বেচ্ছাসেবকবৃন্দের প্রতিনিধি একসঙ্গে বহুভাষিক কল সেন্টার ম্যাচটাইম সার্ভিস লঞ্চিং করেছিলো।

      বিএফএসইউ-র যেসব শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবার শীতকালীন অলিম্পিকের জন্য সেবা করবে ওয়ান স্যুএ জুন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন এবং সাহসিকতার সাথে দায়িত্ব নেওয়া ও পেশাদার সুবিধা নেওয়ার দুটি অনুরোধ সামনে রেখেছিলেন। সু তা ভেং স্বেচ্ছাসেবকদের জন্য তিনটি আশা জানিয়েছিলেন: স্বেচ্ছাসেবকতার চেতনা উত্তরাধিকারী হয়ে দায়িত্ব নেওয়া, কাজের শৃঙ্খলা মেনে জাতীয় অনুভূতি প্রতিফলন করা এবং ভালোভাবে চীনের গল্প বলার সঙ্গে সঙ্গে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করা। তিং হাও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের প্রতিনিধিদেরকে উপস্কার বিতরণ করেছিলেন।

শিক্ষক স্বেচ্ছাসেবকের প্রতিনিধি কুয়ান বো, বদ্ধ লুপে স্বেচ্ছাসেবকের প্রতিনিধি ইএ ওয়েন সিয়াও ইউ এবং স্বেচ্ছাসেবকের পিতামাতার প্রতিনিধি অনলাইন ও অফলাইনে নিজের অনুভূতি ও শুভেচ্ছা জানিয়েছিলো।