প্রচ্ছেদ > সংবাদ > Content

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্রধান শিক্ষক বার্নি গ্লোভার বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটিতে সফর করেছেন

Updated: 2023-03-21

২০ মার্চ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্রধান শিক্ষক বার্নি গ্লোভার-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটিতে সফর করেছে।

বার্নি গ্লোভার ও প্রতিনিধি দলের সঙ্গে বেইজিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সচিব উয়াং তিং হুয়া দেখা করেছেন। উভয় পক্ষ শিক্ষার্থীদের যোগাযোগ, শিক্ষকদের পারস্পরিক ভিজিট, যৌথ প্রশিক্ষণ, স্নাতকোত্তর প্রোগ্রাম ইত্যাদি নিয়ে আলোচনা করেছে।