২১ মার্চ, বেলারুশিয়ান স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আন্দ্রেই কোরল দল নিয়ে বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন। বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের চীনের কমিউনিস্ট পার্টি কমিটির ডেপুটি সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্ট চিয়া ওয়েনচিয়ান প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দু’পক্ষ একাডেমিক বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, দূরশিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ ও বাস্তবায়নের জন্য আলোচনা করেছে। এছাড়াও, চিয়া ওয়েনচিয়ান করোলকে “চাইনিজ স্লাভিক স্টাডিজ”-এর সম্পাদক হিসাবে নিয়োগের একটি চিঠি জারি করেছেন।