প্রচ্ছেদ > সংবাদ > Content

বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের ‘গ্রীষ্মকালীন আন্তর্জাতিক অধিবেশন-২০২১’ উদ্বোধন

Updated: 2021-07-30

 


৫ই জুলাই বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন আন্তর্জাতিক অধিবেশন-২০২১ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি অনলাইনে আয়োজন করা হয়েছিল।

অধিবেশনের সব বিদেশি বিশেষজ্ঞ লাইভ ও রেকর্ড করা ভিডিও-বার্তায় নিজেদের পরিচয় দেন।

এবারের গ্রীষ্মকালীন আন্তর্জাতিক অধিবেশনে মোট ১৩জন বিদেশি বিশেষজ্ঞকে বিভিন্ন কোর্সে শিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব কোর্সের মধ্যে রয়েছে ভাষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, জনসংযোগ, আঞ্চলিক উন্নয়ন, যোগাযোগ, শিল্প ও সাহিত্য ইত্যাদি। পাশাপাশি ১৮১জন চীনা এবং আন্তর্জাতিক শিক্ষার্থী এসব কোর্সে অংশগ্রহণ করছেন।