BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

বিদেশী ভাষা শিক্ষা সংক্রান্ত জাতীয় গবেষণা কেন্দ্র

发布时间:2019-05-09

বিদেশী ভাষা শিক্ষা সংক্রান্ত জাতীয় গবেষণা কেন্দ্র(এনআরসিএফএলই) ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এ কেন্দ্র আগে ছিল বিদেশী ভাষা গবেষণা কেন্দ্র। ইংরেজি স্কুলসহ বিএফএসইউ’র বিভিন্ন স্কুলের শিক্ষা ক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এ কেন্দ্রটি মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ক একটি প্রধান গবেষণা ইন্সটিটিউশন হিসেবে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে।

এনআরসিএফএলই’র দুটো গবেষণা ক্ষেত্র আছে, বিদেশী ভাষা শিক্ষার তত্ত্ব ও প্রয়োগ(theories and practices in foreign language education) এবং বিদেশী ভাষা ও তুলনামূলক ভাষাবিজ্ঞান গবেষণা(studies of foreign languages and contrastive linguistic studies)। এখানে ভাষা শিক্ষা ও মূল্যায়নের ওপরে গুরুত্ব দেওয়া হয়। এই স্কুলের মূলত চারটি উদ্দেশ্য আছে: প্রথমত, গুরুত্বপূর্ণ একাডেমিক গবেষণার মাধ্যমে স্কুলটিকে জাতীয় পর্যায়ের একটি প্রধান গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, উদ্ভাবনশীল একাডেমিক গবেষণার জন্য শিক্ষার্থীদের উপযুক্ত উচ্চ মানের গবেষক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া। তৃতীয়ত, এনআরসিএফএলই’কে বিদেশী ভাষা শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং দেশীয় ও আন্তর্জাতিক একাডেমিক বিনিময় সম্পর্কের উন্নতি করা। চতুর্থত, চীনে বিদেশী ভাষা শিক্ষা ক্ষেত্রে সংস্কার ও উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করা।

বর্তমানে এনআরসিএফএলই’তে ১৩ জন পূর্ণকালীন গবেষক আছেন, এর মধ্যে ১০ জন রিসার্চ ফেলো এবং রিসার্চ এসোসিয়েট। তাদের সবারই পিএইচ.ডি ডিগ্রি আছে। এই স্কুলে প্রধানত গবেষণার ওপরে গুরুত্ব দেওয়ার কারণে গবেষণায় প্রচুর গুরুত্বপূর্ণ একাডেমিক ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার লাভ করেছে। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এখানে ৪৬টি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পের কাজ পরিচালিত হয়েছে এবং ৪৩০টি বই ও একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এসআরসিএফএলই’তে বিদেশী ভাষা গবেষণা ও ফলিত ভাষাবিজ্ঞান ক্ষেত্রে মাস্টার ও পিএইচ.ডি ডিগ্রির প্রোগ্রাম আছে। প্রতি বছরে ২০ জন স্নাতকোত্তর ও পিএইচ.ডি প্রার্থী ভর্তি হয়। বর্তমান ৫ জন গবেষক এই স্কুলে পোস্ট-ডক্টরেট প্রোগ্রামে অধ্যয়ন করছেন।

এখানে তিনটি বিভাগ আছে:

(১) শিক্ষা স্কুল(School of Education)

শিক্ষা স্কুল ২০১৫ সালের ১৭ জুন থেকে চালু হয়। এই স্কুলের লক্ষ্য হচ্ছে বিদেশী ভাষা শিক্ষার দিকে বিএফএসইউ’র গবেষণার মান উন্নয়ন করা এবং এ ক্ষেত্রে আরো যোগ্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া।

বর্তমানে শিক্ষা স্কুলে মোট ৫ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক আছেন, তাদের সবারই পিএইচ.ডি ডিগ্রি আছে।

শিক্ষকদের প্রশিক্ষণ ক্ষেত্রে এই স্কুলটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গত দশ বছর ধরে এ স্কুলটি কম ও মাঝারি বয়স্ক কলেজ শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স আয়োজন করে আসছে। এখানে পেইচিং শহরের প্রাথমিক ও মাঝারি স্কুলের ইংরেজি শিক্ষকদের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা আছে। তাছাড়া শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা আরও সম্পূর্ণ করে গড়ে তুলতে ভবিষ্যতে প্রি-স্কুল ইংরেজি শিক্ষার প্রশিক্ষণ কোর্সও চালু করা হবে। স্কুলটি তিনটি ক্ষেত্রে গুরুত্ব দেয়, ভাষার পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি, ভাষা শিক্ষকের শিক্ষাদান এবং তুলনামূলক ও আন্তর্জাতিক শিক্ষা গবেষণা।

(২)চীনের বিদেশী ভাষা মূল্যায়ন কেন্দ্র(China Foreign Language Assessment Center)

বিদেশী ভাষা মূল্যায়ন কেন্দ্র ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটির লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক প্রভাব বিস্তারে সক্রিয় অবদান রাখার পাশাপাশি চীনের একটি উচ্চ মানের ভাষা মূল্যায়ন প্রতিষ্ঠান হিসেবে নিজেকে গড়ে তোলা। এনআরসিএফএলই ও বিএফএসইউ’র বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এ সংস্থাটি প্রধানত বিদেশী ভাষার পরীক্ষা পদ্ধতি, পরীক্ষণ ও মূল্যায়ন গবেষণা এবং নির্দিষ্ট ভাষা ব্যবহারকারীদের জন্য বিশেষ উদ্দেশ্যে পরীক্ষা তৈরি করে থাকে। একাডেমিক গবেষণা ও সেবাভিত্তিক অলাভজনক এই সংস্থাটি বিদেশী ভাষা পরীক্ষা ও মূল্যায়ন সংক্রান্ত একটি সম্পূর্ণ পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা তৈরি করতে প্রচেষ্টা চালাচ্ছে।

(৩) ভাষার দক্ষতা নিরূপণ ও উন্নয়ন বিষয়ক জাতীয় গবেষণা কেন্দ্র (National Research Center for Development of Language Aptitude)

এনআরসিএফএলই’র ভাষা সংক্রান্ত নীতি গবেষণা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এ গবেষণা কেন্দ্র ২০১৪ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ভাষা তথ্য ব্যবস্থাপনা বিভাগ ও বিএফএসইউ’র সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠিত এ গবেষণা কেন্দ্রটি নিম্নোক্ত কয়েকটি ক্ষেত্রে গবেষণামূলক কাজ করে, যেমন রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে ভাষার ভূমিকা, চীনের জাতীয় ভাষা দক্ষতা নিরূপণ ও তত্ত্বমূলক কাঠামো তেরি, চীনের ভাষা-সংশ্লিষ্ট মানব সম্পদ তৈরি, বিভিন্ন দেশের ভাষা নীতি ও বিভিন্ন শহরের বিদেশী ভাষা দক্ষতা নিরূপণ ইত্যাদি। সংস্থাটি গবেষণা সংক্রান্ত ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC