BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

চারুকলা গবেষণা স্কুল

发布时间:2019-05-09

চারুকলা গবেষণা স্কুল(এসএআর) ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এই স্কুলটির লক্ষ্য হচ্ছে চীনের ঐতিহ্যবাহী চারুকলা নিয়ে গবেষণা এবং সারাবিশ্বে চীনের ঐতিহ্যবাহী চারুকলার সম্প্রসারণ ও উন্নয়নমূলক কাজ করা।

বিএফএসইউ’র ভাষা বৈশিষ্ট্যের ভিত্তিতে এসএআর বিএফএসইউ’র শিক্ষক ও ছাত্রছাত্রী, আন্তর্জাতিক ছাত্রছাত্রী, পেইচিংয়ে কর্মরত বিদেশী কর্মকর্তা এবং বিদেশে কনফুসিয়াস ইন্সটিটিউটে কর্মরত স্বেচ্ছাসেবকদের জন্য চীনা ঐতিহ্যবাহী চারুকলা তত্ত্ব ও প্রযুক্তি (বিশেষ করে পেকিং অপেরা) সংক্রান্ত কোর্স প্রদান করে।

চীনের ঐতিহ্যবাহী চারুকলা ও লোকশিল্প অত্যন্ত সমৃদ্ধ, তাই তা গবেষণা করতে চাইলে গবেষকদের অনন্য পদ্ধতি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক জ্ঞান ও ফলিত অভিজ্ঞতা থাকতে হয়। চীনের অনন্য ঐতিহ্যবাহী চারুকলা ও লোকশিল্প সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে এই স্কুল শিক্ষাদান, গবেষণা ও যোগাযোগ সংযুক্ত করে একটি সম্পূর্ণ একাডেমিক কাঠামো তৈরি করার চেষ্টা করছে।

এসএআর’তে মাস্টার প্রোগ্রাম আছে। বর্তমানে এখানে স্নাতকোত্তর শ্রেণীতে ৯ জন মাস্টার প্রার্থী চীনের ঐতিহ্যবাহী নাট্যকলা বিদেশে সম্প্রসারণ বিষয়ে গবেষণা করছেন। অন্যান্য কোর্সের মধ্যে রয়েছে, আর্ট কমিউনিকেশন স্টাডিজ, চীনা ও বিদেশী নাটকের ইতিহাস, চীনা ও বিদেশী চলচ্চিত্র ইতিহাস, সাহিত্য ও চারুকলার সৌন্দর্যতত্ত্ব(aesthetics of literature and art), চারুকলার সংক্ষিপ্ত পরিচয়, পশ্চিম সাহিত্য তত্ত্ব এবং মৌলিক অ্যাক্টিং ও ডিরেক্টিং।

এসএআর শিল্প ও চারুকলার তত্ত্ব ও প্রয়োগ শিক্ষা ও গবেষণার মাধ্যমে সংযুক্ত করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে এখানে অধ্যয়নরত স্নাতকোত্তর ছাত্রছাত্রীরা‘১০০টি ক্লাসিক পেকিং অপেরার ইংরেজি অনুবাদ’প্রকল্পে অংশগ্রহণ করছে। শিক্ষা ও ব্যবহার সংযুক্ত করার মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা চীনা নাটক আরও গভীরভাবে বুঝতে পারে। তাদের একাডেমিক ও অনুবাদকর্ম সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, অন্যান্য সহকর্মী ও শিক্ষার্থীদের স্বীকৃতি পেয়েছে।

বর্তমানে এই স্কুলে ১৪ জন শিক্ষক আছেন, তাদের মধ্যে ৬ জন অধ্যাপক এবং ২ জন সহযোগী অধ্যাপক রয়েছেন। ৮ জন শিক্ষকের পিএইচ.ডি ডিগ্রি আছে।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC