BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

স্পেনীয় ও পর্তুগিজ বিভাগ

发布时间:2019-05-09

বিএফএসইউ’র স্পেনীয় ও পর্তুগিজ ভাষা শিক্ষা কার্যক্রম যথাক্রমে শুরু হয় ১৯৫২ ও ১৯৬১ সালে। উভয়ই ‌চীনের কোন বিশ্ববিদ্যালয়ে চালানো প্রথম কার্যক্রম। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই স্পেনীয় ও পর্তুগিজ বিভাগ(ডিএসপি) চীন ও এ দুটো ভাষা ব্যবহৃত অঞ্চলের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

‌১৯৭৯ সালে এই বিভাগ চীনের প্রথম স্পেনীয় ভাষা মাস্টার ডিগ্রি প্রদানের সংস্থা হিসেবে চীনের শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে। ‌১৯৯৬ সালে চীনের প্রথম স্পেনীয় ভাষা ডক্টরেট ডিগ্রি প্রদানের সংস্থা হিসেবে অনুমোদন পেয়েছে। ২০১০ সালে তা পেইচিং পৌর সরকারের গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিএফএসইউ’র স্পেনীয় ও পর্তুগিজ ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে বিশেষ শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের কূটনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংবাদ মাধ্যম ইত্যাদি ক্ষেত্রে কাজ করার জন্য ভাষাগত যোগ্যতা ও কর্ম দক্ষতা প্রাপ্ত হওয়া পেশাদার হিসেবে গড়ে তোলা।

স্পেনীয় প্রোগ্রামে ২৫ জন শিক্ষক আছেন, তাদের মধ্যে ৪ জন অধ্যাপক এবং ৫ জন সহযোগী অধ্যাপক। তাছাড়া প্রতি বছরে ২ জন বিদেশী বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়। এছাড়া পর্তুগিজ প্রোগ্রামে মোট ৮ জন শিক্ষক আছেন, তাদের মধ্যে ৬ জন চীনা শিক্ষক এবং ২ জন বিদেশী বিশেষজ্ঞ।

স্পেনীয় শিক্ষা কার্যক্রমে ৪ বছরের স্নাতক প্রোগ্রাম আছে। ৩ বছরের মাস্টার প্রোগ্রামের মধ্যে রয়েছে ভাষাবিজ্ঞান, সাহিত্য, অনুবাদ ও স্পেনীয় ভাষ ব্যবহৃত অঞ্চল সংক্রান্ত গবেষণা। ৩ থেকে ৪ বছরের পিএইচ.ডি প্রোগ্রামের মধ্যে আছে লাতিন আমেরিকান সাহিত্য গবেষণা এবং মৌখিক অনুবাদ। পর্তুগিজ প্রোগ্রামের মধ্যে স্নাতক শ্রেণীতে ৩ বছর চীনে এবং ১ বছর বিদেশে মোট ৪ বছর পড়াশোনা করতে হয়। ৩ বছরের মাস্টার প্রোগ্রামের মধ্যে আছে অনুবাদ এবং ব্রাজিলের পররাষ্ট্র নীতি ও চীন-ব্রাজিল সম্পর্ক।

চীনে স্পেনীয় ও পর্তুগিজ ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বিএসএফইউ’র স্পেনীয় ও পর্তুগিজ ভাষা বিভাগ সব সময় নেতৃত্ব দিয়ে আসছে। এ পর্যন্ত প্রায় ২৫০০ জন স্পেনীয় ছাত্রছাত্রী(২২০০ জন স্নাতক, ১৫০ জন মাস্টার এবং ১২ জন ডক্টরেট) এবং ৫০০ জন পর্তুগিজ ছাত্রছাত্রী এই বিভাগ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়েছে। তাদের অধিকাংশই কূটনীতিবিদ, অনুবাদক, অধ্যাপক ও সাংবাদিক হিসেবে চাকরি পেয়েছেন।

বিএসএফইউ’র স্পেনীয় ও পর্তুগিজ ভাষা বিভাগ বিশ্বের অনেক বিখ্যাত স্পেনীয় ও পর্তুগিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। প্রতি বছরে এসব বিনিময় প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিদেশে পড়াশোনা করতে যায়। এই বিভাগ একাডেমিক বিনিময় ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে ন্যাশনাল আটোনোমোস ইউনিভার্সিটি অব মেক্সিকোর সঙ্গে যৌথভাবে একটি মেক্সিকান স্টাডিস সেন্টার প্রতিষ্ঠা করেছে। চীন ও পর্তুগিজ-ভাষী দেশগুলোর মধ্যে ভাষা ও সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে এ বিভাগ ইউনিভার্সিটি অব লিসবনের সঙ্গে একটি সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠা করেছে।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC