BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

অনলাইন এডুকেশন এন্ড কন্টিনিউইং এডুকেশন কলেজ

发布时间:2019-05-09

স্কুল অব কন্টিনিউইং এডুকেশন, প্রশিক্ষণ স্কুল, স্কুল অব অনলাইন এডুকেশন এবং থুং ওয়েন ট্রেনিং সেন্টার এই কয়েকটি প্রতিষ্ঠান সংযুক্ত করে ২০১৩ সালে বিএফএসইউ’র অনলাইন এডুকেশন এন্ড কন্টিনিউইং এডুকেশন কলেজ(ওইসিইসি) প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে মোট ১১৫ জন শিক্ষক আছেন যাদের মধ্যে ২৬ জন পূর্ণকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরকারি-বৃত্তিতে বিদেশে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এ কলেজের একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে। এছাড়াও এ কলেজে চীনের জাতীয় শিক্ষা পরীক্ষা কর্তৃপক্ষের স্বীকৃতি পাওয়া একটি পরীক্ষা কেন্দ্রও আছে। যারা নিজের খরচে বিদেশে অধ্যয়ন করতে চায় তাদের জন্য এখানে প্রস্তুতিমূলক শিক্ষা কার্যক্রমও চালু আছে।

প্রাপ্তবয়স্ক শিক্ষাদানের ক্ষেত্রে এ কলেজে প্রতি বছরে ২০০ জন ছাত্র ভর্তি করা হয়। অনলাইন শিক্ষাদানের ক্ষেত্রে এ কলেজ ইতিমধ্যে চীনের উচ্চ মানের অনলাইন ভাষা প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হিসেবে সুনাম পেয়েছে। অনলাইন শিক্ষা ডিগ্রি কার্যক্রমের মধ্যে রয়েছে, ইংরেজি, বাণিজ্য, ই-বাণিজ্য, প্রশাসন, একাউন্টিং, অর্থ, তথ্য ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্য। অনলাইন কার্যক্রমে বর্তমানে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী নিবন্ধিত রয়েছে। এ কলেজ ২০টিরও বেশি সরকারি বিভাগ ও বড় আকারের রাষ্ট্রায়ত্ত কম্পানির সঙ্গে কর্মচারী প্রশিক্ষণের লক্ষ্যে অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠিত করেছে। এসব সংস্থার মধ্যে রয়েছে জনসাধারণ নিরাপত্তা মন্ত্রণালয়, চীনের আবহাওয়া সদর দপ্তর, ব্যাংক অব চায়না, কনস্ট্রাকশন ব্যাংক অব চায়না, চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন, চায়না সাউদার্ন এয়ারলাইন্স ইত্যাদি। পাশাপাশি আন্তর্জাতিক ছাত্রছাত্রী এবং চীনের জনসাধারণের জন্য সাধারণ ভাষা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

এ কলেজ ডিগ্রি ও নন-ডিগ্রি শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিএফএসইউ’র সাথে চীনা জনসাধারণের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং তাদের সেবায় কাজ করে যাচ্ছে।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC