BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

খেলাধুলা বিভাগ

发布时间:2019-05-09

খেলাধুলা বিভাগ(ডিপিই) বিএফএসইউ’র সকল বিভাগের শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে। এই বিভাগে ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমের বাইরে শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার জন্য শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া এখানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং ছাত্রছাত্রীদের খেলাধুলা ও স্বাস্থ্য মূল্যায়ন করা হয়।

বর্তমানে এই বিভাগে মোট ১৬ জন অনুষদ সদস্য আছেন, তাদের মধ্যে ১৫ জন শিক্ষক এবং ১ জন সহযোগী শিক্ষক আছেন। শিক্ষকদের মধ্যে ৯ জন সহযোগী অধ্যাপক এবং ৬ জন প্রভাষক। তারা সবাই বিএফএসইউ’র শারীরিক শিক্ষা বিভাগের স্নাতক শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন।

এই বিভাগে ১১ রকমের ক্রীড়া প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন পুরুষ বাস্কেটবল, নারী বাস্কেটবল, পুরুষ ভলিবল, নারী ভলিবল, পুরুষ ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল-টেনিস, ট্র্যাক এন্ড ফিল্ড, এ্যারোবিক্স এবং সাঁতার। সকল শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় এসব খেলাধুলায় বিএফএসইউ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।

২০১০ সালে খেলাধুলা বিভাগ বিএফএসইউ’তে শিক্ষার্থীদের উচ্চ মানের সাঁতার প্রশিক্ষণ দেওয়ার অধিকার অর্জন করেছে এবং একই বছরে প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের ভর্তি করা হয়। ডিপিই তাদের সাঁতারে বিশেষ প্রশিক্ষণ প্রদান করে এবং আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি স্কুল তাদের জন্য একাডেমিক কোর্স প্রদান করে।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC