BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

জাপানি বিভাগ

发布时间:2019-05-09

বিএফএসইউ’র জাপানি বিভাগ ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই স্কুলে স্নাতক প্রোগ্রামের পাশাপাশি জাপানি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচ.ডি প্রোগ্রাম চালু হয় ১৯৮৬ এবং ১৯৯৩ সালে। ২০০৮ সালে এ বিভাগের জাপানি ভাষা ও সাহিত্য চীনের শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। একই সালে তা পেইচিং পৌর সরকারের গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।

জাপানি বিভাগে ২২ জন পূর্ণকালীন শিক্ষক আছেন। তাদের মধ্যে ৩ জন অধ্যাপক, ১২ জন সহযোগী অধ্যাপক এবং ৭ জন প্রভাষক। ১৭ জন শিক্ষকের পিএইচ.ডি ডিগ্রি আছে এবং ৪ জনের মাস্টার ডিগ্রি আছে। তাছাড়া এখানে ২ জন জাপানি বিশেষজ্ঞ এবং ২ জন ভিজিটিং অধ্যাপক আছেন।

প্রতি বছরে এই স্কুলে ৭৪জন স্নাতক ছাত্র, ২০ জন স্নাতকোত্তর ছাত্র এবং ৪ থেকে ৫ জন পিএইচ.ডি প্রার্থী ভর্তি হতে পারে।

এখানে স্নাতক শ্রেণীর ছাত্রদের জন্য দু’টো প্রোগ্রাম আছে, প্রাথমিক জাপানি ভাষা( ২টি ক্লাস) এবং উচ্চ পর্যায়ের জাপানি ভাষা( ১টি ক্লাস)।

এই বিভাগ ছাত্রদের মৌলিক ভাষাগত যোগ্যতা, মানবতান্ত্রিক মান ও পেশাগত জ্ঞান এই সবকয়টি বিষয়ের ওপরে সমান গুরুত্ব দেয়। তৃতীয় ও চতুর্থ শিক্ষাবর্ষে জাপানের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও সাহিত্য সংক্রান্ত কোর্স ও সেমিনার কোর্সের আয়োজন করা হয়। তাছাড়া দ্বিতীয় ডিগ্রি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক বাণিজ্য স্কুল, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি স্কুল এবং আইন স্কুলের কোর্স নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়।

আন্তর্জাতিক বিনিময়ের ক্ষেত্রে স্কুলটি ওয়াসেদা ইউনিভার্সিটি, কোবে ইউনিভার্সিটি, ওকায়ামা ইউনিভার্সিটি, গাকুশুইন ইউনিভার্সিটি, রিকিও ইউনিভার্সিটি, আওয়ামা গাকুইন ইউনিভার্সিটি, কানসাই ইউনিভার্সিটি, বুনকিও ইউনিভার্সিটি, দাইতো বুনকা ইউনিভার্সিটি, নাগোয়া ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিস, নাগাসাকি জুনশিন ক্যাথোলক ইউনিভার্সিটি এবং কোবে শোইন ইউনিভার্সিটির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। প্রতি বছরে ২৬ থেকে ২৮ জন স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রী এসব বিনিময় কার্যক্রমের আওতায় জাপানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC