BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

ইউরোপীয় ভাষা ও সংস্কৃতি স্কুল

发布时间:2019-05-09

ইউরোপীয় ভাষা ও সংস্কৃতি স্কুল(এসইএলসি) ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। এসইএলসি’তে এখন ২৩টি ভাষা শেখানো হয় যার মধ্যে ১৫টি ভাষা চীনে শুধু এই স্কুলেই শেখা যায়। এই স্কুলের ‘মধ্য ও পূর্ব ইউরোপীয় গবেষণা কেন্দ্র’ চীনের একটি জাতীয় পর্যায়ের গবেষণা কেন্দ্র হিসেবে আঞ্চলিক ও জাতিগত গবেষণা ক্ষেত্রে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে। তাছাড়া এই স্কুলে ফিনীয় গবেষণা কেন্দ্র, পোলীয় গবেষণা কেন্দ্র এবং নর্ডীয় গবেষণা কেন্দ্রসহ ইউরোপীয় ভাষা ও সংস্কৃতি গবেষণা কেন্দ্রও আছে। গত ৬০ বছরে এসইএলসি স্বল্প ব্যবহৃত ইউরোপীয় ভাষা শেখানোর পাশাপাশি জাতীয় পর্যায়ের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি গবেষণা কেন্দ্র এবং চীন-ইউরোপ শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে।

এসইএলসি পেইচিংয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয়গুলোর(key disciplines) মধ্যে অন্যতত। এখানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচ.ডি প্রোগ্রাম আছে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এসইএলসি’তে মোট ৪০৯ জন স্নাতক, ২৪ জন স্নাতকোত্তর এবং ১০ জন পিএইচ.ডি প্রার্থী অধ্যয়ন করছে। এই স্কুলের শিক্ষাদানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ছাত্রছাত্রীদের বহুভাষিক দক্ষতাসহ বহুমুখী জ্ঞান চর্চা করানো এবং ভাষাগত প্রশিক্ষণের বাইরেও দেশ ও আঞ্চলিক সংস্কৃতি গবেষণা সংক্রান্ত কোর্সও সম্পন্ন করানো। অধিকাংশ ছাত্রছাত্রী একটি বা দুটি সেমিস্টার বিদেশে পড়াশোনা করার সুযোগ পায়। তাদের অনেকেই ইংরেজি বা অন্য ভাষা দ্বিতীয় বা তৃতীয় বিদেশী ভাষা হিসেবে শিখতে পারে।

এসইএলসি’তে এখন মোট ৪৯ জন অনুষদ সদস্য আছেন। তাদের মধ্যে ৫ জন অধ্যাপক( ৪ জন ডক্টরেট তত্ত্বাবধায়ক) এবং ১৩ জন সহযোগী অধ্যাপক। ১৪ জন শিক্ষকের পিএইচ.ডি ডিগ্রি আছে। এসইএলসি শিক্ষাদান ও গবেষণা দু’দিকেই সমান গুরুত্ব দেয়। এখানে বিভিন্ন ম্যাগাজিন ও একাডেমিক জার্নাল ছাপানো হয়, যেমন ইস্টার্ন ইউরোপ, চাইনিজ জার্নাল অব ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস এণ্ড কালচারস এবং ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ টিচিং এণ্ড লার্নিং। এখানকার শিক্ষকবৃন্দ পাঠ্যপুস্তক ও রেফারেন্স বই লেখাসহ সাতিহ্যিক অনুবাদ এবং সাংস্কৃতিক বিনিময় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অধ্যাপক ই লি চুন, অধ্যাপক ফেং জি ছেন, অধ্যাপক কুং খুন ইয়ু, অধ্যাপক ওয়াং চুন এবং অধ্যাপক তিং ছাও সংশ্লিষ্ট মহলের বিখ্যাত অধ্যাপকদের মধ্যে অন্যতম এবং তাঁরা বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

চীন-ইউরোপ বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে, এসইএলসি প্রতি বছরে ইউরোপের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের জন্য এসইএলসি’তে সফরের আয়োজন করে। এসব বিদেশী প্রতিনিধিরা এসইএলসি’র সংহতি, কঠোরভাবে শিক্ষার মান নিয়ন্ত্রণ এবং শ্রেষ্ঠতার দিকে নিরলস প্রচেষ্টায় মুগ্ধ হয়েছে।

ইউরোপীয় ভাষা ও সংস্কৃতি চীনা মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে, চীনা ভাষা ও সংস্কৃতিকেও ইউরোপে তুলে ধরার দিকে এসইএলসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই স্কুলের শিক্ষকরা চীনের বাইরে যেসব বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শেখাচ্ছেন সেগুলোর মধ্যে ইউরোপের কনফুসিয়াস ইনস্টিটিউট, চেক প্রজাতন্ত্রের পালাকি বিশ্ববিদ্যালয়(Palacky University), পোল্যাণ্ডের ক্র্যাকো(Krakow), বুলগেরিয়ার সোফিয়া(Sofia), ইতালির ইউনিভার্সিটি অব রোম লা সাপিয়ানজা(University of Rome La Sapienza) এবং হাঙ্গেরির ইওতভস লর‍্যান্ড(Eötvös Loránd)বিশ্ববিদ্যালয় অন্যতম।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC