BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি স্কুল

发布时间:2019-05-09

আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি স্কুল (এসআইআরডি) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।

পূর্বের ইংরেজি স্কুলের কূটনীতি বিভাগ এবং আন্তর্জাতিক বিয়ষ ইনস্টিটিউট সংযুক্ত হয়ে এই স্কুলটি গঠিত হয়। ২০০৭ সালে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লি জাও শিং এসআইআরডি’র অনারারি ডিন ছিলেন।

এসআইআরডি’তে আছে কূটনীতি বিভাগ, আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান ও প্রশাসন বিভাগ, আন্তর্জাতিক বিষয় গবেষণা ইন্সটিটিউট,‘আন্তর্জাতিক ফোরাম’ম্যাগাজিনের সম্পাদক কার্যালয়, লিঙ্গ ও বৈশ্বিক বিষয় গবেষণা কেন্দ্র, পূর্ব-পশ্চিম সম্পর্ক গবেষণা কেন্দ্র, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা গবেষণা কেন্দ্র এবং গণকূটনীতি গবেষণা কেন্দ্র।

২০০৯ সালে চীনের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য উন্নয়ন কাউন্সিলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে গঠিত এসআইআরডি’র অফ-ক্যাম্পাস প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র পেইচিং পৌর সরকারের স্বীকৃতি পায়। ২০১০ সালে এসআইআরডি’র কূটনীতি বিষয় চীনের শিক্ষা মন্ত্রণালয়ের বৈশিষ্ট্যপূর্ণ শিক্ষা বিষয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কোন কূটনীতি বিষয় প্রথমবারের মতো এই স্বীকৃতি পায়।

বর্তমানে এসআইআরডি’তে মোট ২৫ জন শিক্ষক আছেন। তাদের মধ্যে ২০ জন পিএচই.ডি ডিগ্রিধারী, ৫ জন অধ্যাপক, ১২ জন সহযোগী অধ্যাপক, এবং তাঁদের অধিকাংশেরই বিদেশে পড়াশোনা করার অভিজ্ঞতা আছে। তাছাড়া ২ জন পূর্ণকালীন বিদেশী বিশেষজ্ঞ এবং আরও কয়েকজন খণ্ডকালীন ভিসিটিং স্কলার আছেন। বিএফএসইউ’র অন্যান্য স্কুলের শিক্ষক ও প্রাক্তন কূটনীতিবিদ শিক্ষার্থীরাও এখানে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ পান।

স্নাতক শিক্ষা কার্যক্রম ছাড়া, এসআইআরডি’র স্নাতকোত্তর ও পিএচই.ডি শিক্ষা কার্যক্রমও আছে। স্নাতকোত্তর প্রোগ্রামের মধ্যে রয়েছে ছয়টি বিষয়: চীন ও বিদেশের রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক গবেষণা, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান, কূটনীতি, আঞ্চলিক গবেষণা এবং গণকূটনীতি। ২০১৪ সালে রাষ্ট্রবিজ্ঞান ও প্রশাসন বিষয়ে একটি নতুন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। প্রতি বছরে এসআইআরডি’তে স্নাতক প্রোগ্রামের জন্য ৯৬ জন চীনা ছাত্র ও ১৫-২০ জন বিদেশী ছাত্র ভর্তি হতে পারে, স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ৪০-৪৫ জন চীনা ছাত্র এবং ১৫-২০ জন বিদেশী ছাত্র ভর্তি হতে পারে, পিএচই.ডি প্রোগ্রামের জন্য ৪-৬ জন ছাত্র এবং ডাবল-ডিগ্রি প্রোগ্রামের জন্য ৩৫-৪০ জন ছাত্র সুযোগ পায়।

এসআইআরডি পাঠ্যক্রম তৈরি করার সময় ছাত্রছাত্রীদের জ্ঞান চর্চা ও ভাষার দক্ষতা উভয় দিকে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য তিন ধরনের কোর্স চালু আছে, চীনা ভাষা দিয়ে শেখানো কোর্স, ইংরেজি ভাষা দিয়ে শেখানো কোর্স এবং দু’ভাষা দিয়ে শেখানো কোর্স। তিন রকমের কোর্স সমান গুরুত্ব পায়। শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দ্বিতীয় ডিগ্রি এবং চীনের ইংরেজি দক্ষতা পরীক্ষা TEM-8 (Test for English Major-Band 8)পাস করতে হয়।ডিগ্রিলাভের সময় প্রত্যেক শিক্ষার্থী রাষ্ট্রীয় পরিষদ কার্যালয় থেকে আইন বিষয়ক একটি একাডেমিক ডিগ্রি এবং বিএফএসইউ থেকে আইন ও সাহিত্য বিষয়ক ডাবল ডিগ্রি সার্টিফিকেট পায়। আন্তর্জাতিক স্নাতকোত্তর শ্রেণীর সকল কোর্স ইংরেজি ভাষা দিয়ে শেখানো হয়।

এসআইআরডি বিশ্বের অন্যান্য যেসব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করছে তাদের মধ্যে: হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি যৌথ স্নাতক-স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু আছে এবং ডেনভার বিশ্ববিদ্যালয়(যুক্তরাষ্ট্র), ল্যানকাস্টার বিশ্ববিদ্যালয়(যুক্তরাজ্য) ও পিপলস ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয়ের(রাশিয়া) সঙ্গে ডাবল-ডিগ্রি স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু আছে। তাছাড়া তাইওয়ানের ন্যাশনাল ছেংচি বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ছুং ছেং বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল তাইওয়ান নর্মাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বল্পকালীন ছাত্রছাত্রী বিনিময় কার্যক্রম চালু আছে। পাশাপাশি এসআইআরডি বিদেশী সংস্থার সঙ্গেও একাডেমিক বিনিময় প্রোগ্রামও চালু আছে। প্রতি বছরে এসআইআরডি’র শিক্ষকরা বিদেশে অধ্যয়ন ও একাডেমিক সম্মেলনে অংশগ্রহণ করার সযোগ পান এবং অনেক বিদেশী স্কলার ও বিশেষজ্ঞরাও বিনিময় প্রোগ্রামের মাধ্যমে এসআইআরডি’তে সফর করতে আসেন।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC