BEIJING FOREIGN

STUDIES UNIVERSITY

রুশ স্কুল

发布时间:2019-05-09

১৯৪১ সালে বিএফএসইউ’র সাথেই রুশ স্কুল’র যাত্রা শুরু হয়। তা হল বিএফএসইউ’র সবচেয়ে পুরনো স্কুলের মধ্যে অন্যতম।

রুশ স্কুলে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএচই.ডি শিক্ষা কার্যক্রম আছে এবং পেইচিং পৌরসভা কর্তৃক অনুমোদিত গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয়গুলোর মধ্যে এই স্কুল স্বীকৃতি পেয়েছে। বর্তমানে রুশ স্কুলে স্নাতক শ্রেণীতে ২৮৪ জন, স্নাতকোত্তর শ্রেণীতে ৪৬ জন, পিএচই.ডি প্রোগ্রামে ২১ জন ও পোস্ট ডক্টরেট রিসার্চে ৬ জন শিক্ষার্থী রয়েছে। বর্তমানে এই স্কুলে ৫ জন বিদেশী ছাত্র রয়েছে। রুশ স্কুলে মোট অনুষদ সদস্য আছেন ২৩ জন, এদের মধ্যে ১৯ জন শিক্ষক এবং ৪ জন সহকারী কর্মকর্তা। শিক্ষকদের মধ্যে ৮ জন অধ্যাপক (৫জন পিএচই.ডি তত্ত্বাবধায়ক), ৮ জন সহযোগী অধ্যাপক, ৩ জন প্রভাষক এবং ১ জন বিদেশী বিশেষজ্ঞ রয়েছেন। পিএচই.ডি ডিগ্রি আছে এমন অনুষদ সদস্যের সংখ্যা ১৬ জন। এ পর্যন্ত রুশ স্কুলের ৫ জন শিক্ষক‘পুশকিন পুরস্কার’পেয়েছেন, যা রুশ সাহিত্য ক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা পুরস্কার, সারা চীনে মোট ২০ জন এ পুরস্কার অর্জন করেছেন। তাছাড়া এখানকার শিক্ষকদের মধ্যে আরও অনেকেই রাশিয়ার অন্যান্য পুরস্কার পেয়েছেন, যেমন প্রেসিডেন্সিল পুরস্কার, মৈত্রী পুরস্কার, মেক্সিম গোর্কি সাহিত্য পুরস্কার(Maxim Gorky Literature Prize)। এই স্কুলের শিক্ষকদের সম্পাদিত রুশ ভাষার পাঠ্যপুস্তক পেইচিং পৌর ও জাতীয় পুরস্কার পেয়েছে এবং এখন ১০০টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত হচ্ছে।

এই স্কুলে যে কয়েকটি ক্ষেত্রের শিক্ষাদান ও গবেষণা প্রোগ্রামের ওপর গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে ভাষাবিজ্ঞান, সাহিত্য, অনুবাদ, সংস্কৃতি, আঞ্চলিক গবেষণা, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি এবং রুশ অর্থনীতি ইত্যাদি উল্লেখযোগ্য। শিক্ষার্থীদের ভাষা দক্ষতা উন্নয়নের জন্য কয়েক রকম কোর্স চালু আছে, যেমন ভাষার ব্যবহার, ব্যাকরণ, পড়া, শোনা, অনুবাদ, ব্যাখ্যা ও লেখা। তাছাড়া সংশ্লিষ্ট জ্ঞান অর্জনের জন্য অন্যান্য কোর্সও চালু আছে, যেমন রুশ ভূগোল, ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, সামাজিক ও আঞ্চলিক গবেষণা, অর্থনীতি ও বাণিজ্য এবং বিদেশী সম্পর্ক। এখানে একাডেমিক ও পেশাগত উভয় স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা কার্যক্রমই চালু আছে। স্নাতকোত্তর ও ডক্টরেট প্রোগ্রামে আধুনিক রুশ ভাষা, রুশ সাহিত্য, রুশ সামাজিক ও সাংস্কৃতিক গবেষণা এবং আঞ্চলিক গবেষণার কোর্স আছে।

রুশ স্কুল থেকে শিক্ষাপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ভাষা দক্ষতা অত্যন্ত উচ্চ মানের। রুশ মেজরস ব্যান্ড ৪ ও ৮ পরীক্ষায় রুশ স্কুলের ছাত্রছাত্রীরা অসাধারণ ফলাফল অর্জন করেছে এবং রুশ ভাষা সংক্রান্ত জাতীয় প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছে। এখানে পিএচই.ডি প্রোগ্রামের ছাত্রছাত্রীরা শিক্ষাপ্রাপ্ত হওয়ার পর অনেকেই শিক্ষকতা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মে নিযুক্ত হয়েছেন।

চীন ও রাশিয়ার কৌশলগত অংশীদারি ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বর্তমানে এই স্কুলে শিক্ষাপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক কর্মসংস্থানে চাকরি পাওয়ার হার প্রায় ১০০ শতাংশে দাঁড়িয়েছে। এই স্কুলের শিক্ষার্থীরা সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত শিল্প-প্রতিষ্ঠান এবং চীনের রাশিয়ান কম্পানিতে চাকরি পেতে পারে।

রুশ স্কুল রাশিয়ার বিভিন্ন সুবিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা সম্পর্ক বজায় রাখছে, যেমন মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়, মস্কো স্টেট লিঙ্গুইস্টিক বিশ্ববিদ্যালয়, পুশকিন স্টেট রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউট, পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া এবং সেন্ট পিটারসবার্গ স্টেট ইউনিভার্সিটি। প্রতি বছরে এই স্কুল থেকে নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী ও শিক্ষকদের স্বল্পকালীন গবেষণা প্রোগ্রামের জন্য রাশিয়ায় পাঠানো হয়। সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কুলে বিভিন্ন শ্রেণীর প্রোগ্রামে ভর্তি হতে স্বাগত জানানো হয়।

শিক্ষাদানের সংস্কার ও উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় রুশ স্কুল নিজের ভাষা ও সাহিত্যিক বৈশিষ্ট্য দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ ভাষা শেখানোর পদ্ধতি গবেষণা করছে এবং শিক্ষার্থীদের উচ্চ মানের ভাষা, অনুবাদ, গবেষণা ও প্রশাসনিক দক্ষতায় দক্ষ করে তুলছে যাতে তারা চীন-রাশিয়া সাংস্কৃতিক বিনিময়ে আরও ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।

ঠিকানা: ২নং দক্ষিণ শি সান হুয়ান সরণি, বেইজিং, চীন ১০০০৮৯

আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা কার্যালয়

কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যালয়

বিদেশী শিক্ষার্থী কার্যালয়

সাধারণ প্রশাসন কার্যালয়

Copyright@BFSU.Support by ITC